বরিশাল বাকেরগঞ্জ আউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কবির মাস্টার সরকারী বিধি-বিধান লঙ্ঘন করে স্কুলে কোচিং বাণিজ্যে ব্যস্ত। এলাকাবাসীর জিজ্ঞাসা কবির মাস্টার সরকারী চাকুরী করবে নাকি প্রাইভেট বাণিজ্যে ব্যস্ত থাকবে?
ভ্রাম্যমান প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন আউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির মাস্টার ৪ঠা ফেব্রুয়ারী ২০২৩ রোজ-শনিবার সরেজমিনে সকাল ৮ টায় স্কুলের শ্রেণীকক্ষে ৫ম শ্রেণীর ৫০/৬০ জন ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং বাণিজ্যে ব্যস্ত থাকতে দেখা যায়, যাহা তাৎক্ষনিক ক্যামেরায় ছবিতে আবদ্ধ করা হয়। প্রতি ছাত্র-ছাত্রী থেকে ৫০০ শত টাকা হারে সকালে ২ ব্যাচ অর্থাৎ ৪র্থ, ৫ম এবং বিকালে আরও এক ব্যাচ ৩য় শ্রেণী নিয়ে মোট ৩টি ব্যাচে প্রায় ১৫০জন ছাত্র-ছাত্রী নিয়ে লক্ষ্যাদিক টাকা আদায় করছে। এলাকাবাসী গভীর দুঃখ প্রকাশ করে জানায় কবির মাস্টার কোচিং বাণিজ্য নিয়েই কি ব্যস্ত থাকবে নাকি স্কুলের স্বাভাবিক কার্যক্রমে ন্যস্ত হবে? সহকারী শিক্ষক কবির মাস্টার এক সৌজন্যে সাক্ষাতে ব্যক্ত করে সকালে-বিকালে ৩টি ব্যাচে ৫০/৬০ হাজার টাকা আদায় হয়। যদিও সবাই সমান আকারে টাকা দেয় না। আরও এক সৌজন্য সাক্ষাতে জিজ্ঞাসাবাদ করা হয় সরকারী প্রতিষ্ঠানে কোন আকারে প্রকারে কোচিং বাণিজ্য চালানো যাবে না। তথাপিও কেন আপনি কোচিং বাণিজ্যটি চালান? প্রতি উত্তরে সে ব্যক্ত করে প্লিজ আমাকে ক্ষমা করুন। উপরের ছবিতে স্পষ্ট পরিলক্ষিত হয় কবির মাস্টার কোচিং বাণিজ্যটি সে প্রাধান্য দিয়ে সরকারী কার্যক্রমটি যাবত অবহেলা করে আসছে। যা সরকারী চাকুরীর পরিপন্থি, যাহা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনার জন্য অত্র প্রতিবেদনটি প্রকাশিত হলো। (আরও বিস্তারিত জানার জন্য আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন)।