শ্রীপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৯৫ বোতল ফেন্সিডিলসহ আটক ২

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে ও মঙ্গলবার ০৭-ফেব্রুয়ারী রাতে পৃথক দুইটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই যাত্রীর কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে ৮০ বোতল ফেন্সিডিলসহ আটককৃত আসামী হলেন ঝিনাইদহ জেলার মহেষপুর থানার যাদবপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের কন্যা মোছাঃ লাবনী বেগম এবং ১৫ বোতল ফেন্সিডিলসহ আটককৃত আসামী হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গোপীনাথপুর গ্রামের মৃত রজো মাতুব্বরের ছেলে মোঃ মমরেজ মাতুব্বর। এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, পিপিএম-সেবা (বার) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ০৮ ফেব্রুয়ারী বুধবার সকাল ০৭:৩০ মিনিটে ও ০৭ ফেব্রুয়ারী রাত ০৮:২৫ মিনিটে নাকোল ইউনিয়নের মাঝাইল-মান্দারতলা গ্রামস্থ ওয়াপদা বাজারের পূর্ব দিকে ঢাকা-মাগুরা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে আগত রয়েল এক্সপ্রেস পরিবহন ও পাবনা থেকে আগত জনতা এক্সপ্রেস পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাসে এসআই ইন্দ্রজিৎ রায় ও এসআই মোঃ বাদশা বুলবুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তল্লাশি চালায়। এ সময় বাস দুটিতে থাকা আসামীদের তল্লাশি চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধৃত মাদক ব্যবসায়ীকে মাগুরা কোর্টে সপর্দ্দ করা হয়েছে এবং দুটি পৃথক মাদক বিরোধী আইনে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার থেকে আরো জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *