মাওনা হাইওয়ে থানার একজন সফল ওসি কংকন কুমার বিশ্বাস

ষ্টাপ রিপুটার,মোঃরাজু আহমেদ : মাওনা হাইওয়ে থানায় কংকন কুমার বিশ্বাস ওসি হিসেবে যোগদান করার পর থেকে ফিরে আসে শৃঙ্খলা, জয়না বাজার হতে বভবানীপুর পর্যন্ত। ঢাকা ময়মনসিংহ মহা সড়কে নেই কোন জেম নেই কোন দুর্ঘটনা, দুর পাল্লার গাড়ি গোলা চলছে, যেন শান্তি ফিরে পেলো এই মহা সড়ক
আগে কোন এক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো এই মহাসড়কের জ্যামের কারণে,
তবে এই সফলতার কারন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস ও তার অধীনাস্থ সকল পুলিশ সদস্যের দায়িত্বশীল ডিউটির কারণে। যানা জাই এমন কর্মকান্ডে খুশি সাধারণ মানুষ তারা ফিরে পেল এক শান্তশিষ্ঠ মহাসড়ক,যেখানে নেই কোন অটো নেই কোন সিএনজি নেই কোন ইজিবাইক, দুর্ঘটনাএরাতে দিবারাত্রি ডিউটি করে যাচ্ছে ওসি কংকন কুমার বিশ্বাসের টিম,
থানার অফিসার ইনচার্জ (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, অতীতে এই থানায় কে কি করেছে মানুষ কতটুকু সেবা পেয়েছে সেটা আমি বলতে চাই না, আমি কতটুকু সেবা মানুষকে দিতে পারছি এবং পারবো সেটাই মুল বিষয়। তিনি আরো বলেন, মানুষকে সেবা দেওয়াই আমার মূল লক্ষ্য। এই থানার সকল পুলিশ সদস্যকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, অবৈধ স্থাপনা অভিলম্ব করলে, মানুষকে সেবা থেকে বঞ্চিত করলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা মানুষকে সেবা দিতে এসেছি, হয়রানি করতে নয়,
আমরা ঘুরে দেখেছি জয়না বাজার হতে ভবানীপুর পর্যন্ত নেই কোন জ্যাম
সাধারন মানুষের কাছে জানতে পারি ওসি কংকন কুমার বিশ্বাস বেআইনিভাবে কাউকে ছাড় দেননি তিনি হোক না সে নেতা হোকনা অন্য কেউ,আমাদের দেশের প্রতিটা হাইওয়ে থানায় যদি এমন দায়িত্ববান অপিস্যার ইনচার্জ থাকেন তাহলে থাকবে না কোন জ্যাম হবে না কোন দুর্ঘটনা ফিরে আসবে শান্তি দেশের প্রতিটি সড়ক বিভাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *