শার্শায় ৫ পিস সোনারবার সহ পাচারকারী আটক।
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়াএলাকার পাকা রাস্তার ওপর থেকে গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে ৫ পিস সোনার বারসহ আবুল কালাম (৬৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সে শার্শার বাগআঁচড়া গ্রামের মৃত আলহাজ্ব জামাল হোসেনের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুদ্দোজা জানান, গোপন সংবাদে জানতে পারি সোনা পাচারকারী চক্রের এক সদস্য বাগআঁচড়া এলাকা থেকে সোনার একটি চালান নিয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছে।
এমন সংবাদে সেখানে বিজিবি সদস্যরা নায়েক নজরুল ইসলাম সেখানে অভিযান চালিয়ে আবুল কালাম নামে একজন সোনা পাচার কারী সদস্যকে আটক করে।
এ সময় তার দেহতল্লাশি করেকোমরে লুকিয়ে রাখা ৫ পিস সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৮ লাখ ৩০ হাজার টাকা।
এব্যাপারে তাকে সোনারবার সহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।