৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫০০০/- টাকা জরিমানা।

মশিউর রহমান : হরিণাকুন্ড উপজেলা মোড় ও হলবাজার এলাকায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৫০০০/- জরিমানা করা হয়েছে। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে অবৈধ্য কসমেটিক্স বিক্রি, টেক্সটাইল রং ব্যবহার করে দই তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য সংরক্ষণ করা এবং মূল্য তালিকা না থাকায় হরিনারায়ণপুর মিষ্টান্ন ভাণ্ডারকে ২০,০০০/-, প্রিয়া কসমেটিকসকে ৩০০০/-, ঘোষ দধি ভান্ডারকে ১০০০/- এবং বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০০০/- জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানাটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল লতিফ, ক্যাব ঝিনাইদহ এবং জেলা পুলিশের একটি চৌকস টিম।

সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *