মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা ভুমি দস্যুদের বিরুদ্ধে মানবন্ধন ও বিক্ষোভ।

মাগুরা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের ভূমি দস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাবেক পুলিশ কর্মকর্তা মৃত খাদেম হোসেন এর বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা।

বুধবার সকালে শ্রীপুর উপজেলা ভূমি অফিসের সামনে সাবেক পুলিশ কর্মকর্তা মৃত খাদেম হোসেন এর বীর মুক্তিযোদ্ধা

সন্তানেরা এবং ভূমির মালিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মানববন্ধনে বলেন,
১৪ নং বড়বিলা, ১৫ নং ছনগাছা ও ১৮ নং টুপিপাড়া মৌজায় আমাদের মোট ১৬ একর ৬৯ শতক জমি রয়েছে। শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের (১)মোঃ ফিরোজ হোসেন মিয়া লাটু, (২) মোঃ জায়েদ আলী মিয়া টিপু, (৩) মোঃ ওয়াসিম মিয়া, (৪) মোঃ আনু মিয়া, (৫)মোঃ লিয়াকত আলী খাঁ, (৬) মোঃ পিকুল শেখসহ কিছু ভূমিদস্যু ও দালাল সিন্ডিকেট এইসব জমির কাগজ পত্র জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করে জবরদখল করার চেষ্টা করছে। আমরা ভূমির মালিকগণ এই ভূমি জবরদখল করার অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদসহ জাল-জালিয়াতির মাধ্যমে তৈরিকৃত দলিল ও খতিয়ান বাতিলের জন্য শ্রীপুর সহকারী কমিশনার (ভুমি) মহোদয়ের নিকট জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *