বান্দরবানে পাচারকৃত গরু ও ২ আসামী ছিনিয়ে নিলো চোরাকারবারি।
মোঃমোরশেদ আলম চৌধুরী : বার্মিজ ৭ গরু কেড়ে নিতে পুলিশের উপর হামলা,আসামী ছিনতাই, আহত-৩ পুলিশ, আত্মরক্ষায় ৭ রাউন্ড গুলিবর্ষণ, ঘটনাস্থলে এএসপি।
মিয়ানমার-বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬ পিলার নিকটবর্তী জারুলিয়াছড়িতে বার্মিজ ৭ গরু কেড়ে নিতে গিয়ে পুলিশের উপর হামলা করেছে চোরাইপশু দস্যুরা। এসময় ১ জন এসআইসহ ৪ পুলিশ আহত হন। মারমুখী পরিবেশে আত্মরক্ষার জন্যে ৭ রাউন্ড গুলি বর্ষণ করে পুলিশ। এছাড়ও হাতকড়া পরিহিত ২ আসামীকে ছিনতাই করে চম্পট দেয় গরুদস্যূরা। এ পরিস্থিতিতে একই দিন সকাল ১০ টায় ঘটনাস্থলে ছুটে আসেন এএসপি সার্কেল আনোয়ার হোসেন।
পরিস্থিতি থমথমে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ জানুয়ারী) ভোররাতে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান,সীমান্তের ৪৬ নম্বর পিলার হয়ে চোরাইপথে গবাদিপশুসহ অপর ঘটনার কতেক আসামীকে আটকে পুলিশ অভিযানে এ সময়। যেটি সদর ইউনিয়নের আশারতলীর জারুলিয়াছড়িতে। অভিযানে নেতৃত্ব দেন এসআই রাকিবসহ থানা