আলীকদমে সেনা অভিযানে ৯০০ ঘনফুট কাঠ জব্দ
মোঃমোরশেদ আলম চৌধুরী বান্দরবান প্রতিনিধি : আলীকদমে সেনা অভিযানে ৯শত ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। রবিবার (৮ জানুয়ারী ২০২৩ইং) আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের গয়াম ঝিরি বাসুদেব কারবারি পাড়ায় সংলগ্ন অভিযান চালিয়ে এই অবৈধ কাঠ জব্দ করা হয়।
সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আলীকদম জোন সদর হতে একটি বি-টাইপ টহল দল ক্যাপ্টেন মাজহার এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ ভাবে স্তুপকৃত ৯শত ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৯ লক্ষ ৮০ হাজার টাকা। জব্দকৃত কাঠ গুলো বনবিভাগ কর্তৃপক্ষের কোন প্রকার অনুমতি ব্যতীত বিভিন্ন পাহাড়ী এলাকা হতে কর্তন করে স্তূপ করে রাখা ছিল এবং গাছ কর্তন কার্যক্রম চলমান ছিল। জব্দকৃত কাঠের মালিকের কোন পরিচয় পাওয়া যায়নি।
এদিকে জোন সদরের প্রয়োজনীয় কার্যক্রম শেষে সোমবার বিকেলে জব্দকৃত কাঠ গুলো বনবিভাগ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে