মাগুরায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাট
ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি লাঙ্গলবাঁধ বাজারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রাথমিকভাবে তিনি ১২ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে এক বান্ডিল টিন ও তিন হাজার করে টাকা এবং ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে দুই বান্ডিল করে টিন ও ছয় হাজার করে টাকা প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আবদুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, জেলা ত্রাণ অফিসার মোঃ নুরুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুÐু, থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগণ।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে লাঙ্গলবাঁধ বাজারের ১২ টি গুদাম ঘরে আগুন লেগে আনুমানিক ৬ হাজার ৬৫০ মণ পাট, মসুর, পেঁয়াজ, রসুন ও ধান পুড়ে যায়। এতে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি সাধিত হয়। শ্রীপুর ও শৈলকুপা ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *