মাগুরার শ্রীপুরে ৫৩ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজাসহ আটক ৫
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানা পুলিশের পৃথক ৪ টি মাদক বিরোধী অভিযানে ৫৩ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ৩টি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন যাত্রীর কাছে থেকে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৪ জনকে আটক করা হয়। অপর আরেকটি অভিযানে খামারপাড়া গোরস্থান মোড় থেকে একটি মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আটককৃত ফেনসিডিল পাচারকারী আসামীরা হলেন, জামালপুর জেলার শেখপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম, মাগুরা জেলার শালিখা থানার সাবলাট (বাকড়ীপাড়া) গ্রামের মৃত ইসমাইল মোল্যার ছেলে কামরুল মোল্লা, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুমারভোগ গ্রামের খোকন আখনের ছেলে মোঃ শাহিন আখন ও ফরিদপুর সদরের পূর্ব খাবাসপুর গ্রামের নুরুজ্জামান মাঝির ছেলে সাব্বির মাঝি। আটককৃত গাঁজা পাচারকারী অপর আসামী মাগুরা জেলার শ্রীপুর থানার বারইপাড়া গ্রামের আবেদ আলীর মোল্ল্যার ছেলে মোঃ ফারুক মোল্লা।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদৌলা রেজার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর সোমবার দিবাগত রাতে শ্রীপুর থানার ওয়াপদা বাজারের পূর্ব দিকে ঢাকা-মাগুরা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ‘রিংকি পরিবহন’ ও ‘হানিফ পরিবহন’ নামের যাত্রীবাহী তিনটি বাসে এসআই আশিক কুমার মালাকার ও এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই ফকির নিজাম উদ্দিন তল্লাশি চালায়। এ সময় বাস তিনটিতে থাকা আসামীদের তল্লাশি চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে খামারপাড়া গোরস্থান মোড় থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়।
এ ঘটনায় পৃথক পৃথক মাদক বিরোধী আইনে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার থেকে আরো জোরদার করা হয়েছে।