নদী ভাঙ্গনরোধে টেকসই ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রধানমন্ত্রীর রয়েছে-ধর্ম প্রতিমন্ত্রী
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, নদী ভাঙ্গন রোধে সারাদেশে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে এবং পূর্বপ্রস্তুতি হিসেবে আগাম ব্যবস্থায় প্রস্তুতকৃত জিও ব্যাগ ভাঙ্গন রোধে ব্যবহার করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত ভাঙ্গন কবলিত মানুষের খোঁজ খবর নিচ্ছেন। নদী ভাঙ্গন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।
জামালপুরের ইসলামপুরে শুক্রবার সকালে চর গোয়ালীনি ইউনিয়নের হরিণধরা রাস্তা পরিদর্শন ও দশানী নদী ভাঙন রোধে ৩০ লক্ষ টাকা ব্যয়ে ২শত মিটার ডাম্পিং কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
হরিণধরা বাজারে এ উপলক্ষে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজনে ইউএনও তানভীর হাসান রুমানের সভাপতিত্ব এতে পানি উন্নয়ন বোর্ড জামালপুরের নির্বাহী প্রকৌশলী দ্বীন ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,জেলা পরিষদ সদস্য মজিবর রহমান শাহজাহান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সা. সম্পাদক রেজাউল করিম রানা প্রমূখ বক্তব্য রাখেন।