মহেশপুরে কিস্তির টাকা দিতে নাপারায় এনজিও কর্মীদের হাতে ৫৫বছর বয়সী বৃদ্ধ মহিলা লাঞ্চিত

মোঃ মশিয়ার রহমান টিংকু,মহেশপুর প্রতিনিধি : ঘটনাটি ঘটেছে-গত শনিবার রাত আটার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজীরবেড় ইউপির ঝিকটিপোতা গ্রামের দরীদ্র ভ্যানচালক নজরুল তরপদার এর স্ত্রী রওশনারা খাতুনের সাথে।
বাংলাদেশ সরকারের দেয়া ভূমিহীনের ৫শতক জমিতে বসবাস করে রওশনারা খাতুন।
সংসারের অভাবের তাড়নায় সাজেদা ফাউন্ডেশন জিন্নানগর শাখা থেকে ৪৫ হাজার টাকা কিস্তি তোলে অসহায় বৃদ্ধ রওশনারা খাতুন।
ভূক্তভোগী রওশনারা খাতুন বলেন-সকালে কিস্তির পুরা টাকা দিতে নাপারায়,সাজেদা ফাউন্ডেশনের জিন্নানগর শাখার ম্যানেজার খোকন মিয়া তার সহকর্মী রিজাউল হক’সহ বেশকয়েকজন কে সাথে নিয়ে আনুঃরাত আট টার দিকে কিস্তির টাকা আদায় করতে আমার বাড়ীতে আসে,তখন আমি কিস্তির টাকা দিতে কিছুদিন সময় চাইলে একপর্যায়ে তারা আমা উপর চড়াও হয়ে আমাকে ঠেলাধাক্কা দিয়ে লাঞ্চিত করে।এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘরের টিন ও ছাগল খুলে নিয়ে যাওয়ার নানান হুমকি দিয়ে চলেযায় তারা।ভূক্তভোগী রওশনারা খাতুন ও তার ছেলে আঃগাফফার সুষ্ঠ বিচার দাবী করেছেন ইউপি চেয়ারম্যান-মোঃইয়ানবী’র নিকট।
৭নং কাজীরবেড় ইউপির চেয়ারম্যান মোঃইয়ানবী বলেন-কিস্তির টাকা আদায় করতে কোন এনজিও কর্মী রাতের আঁধারে গ্রাহকের বাড়ীতে প্রবেশ করাই আইনত অপরাধ।এবং একজন অসহায় বৃদ্ধ মহিলার সাথে দূর্ব্যাবহার করা তাদের আদৌ উচিত হয়নি।
এবিষয়ে সাজেদা ফাউন্ডেশনের জিন্নানগর শাখার ম্যানেজার খোকন মিয়ার নিকট জানতে গেলে তাকে অফিসে খুঁজেপাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *