পুলিশ প্রধানের র‌্যাংক ব্যাজ পেলেন আবদুল্লাহ আল-মামুন

পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হল।

দায়িত্ব বুঝে নেওয়ার ১২ দিন পর বুধবার গণভবনে তাকে আইজিপির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তার পক্ষে এই র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয় নতুন আইজিপিকে।

গত ৩০ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আল-মামুন। তিনি বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। আইজিপির দায়িত্ব নেওয়ার আগে র‌্যাবের মহাপরিচালক ছিলেন আল-মামুন। গত ২২ সেপ্টেম্বর তাকে পুলিশ প্রধান করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা আল-মামুন গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান। আইজিপি হিসাবে তিনি দায়িত্ব নেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে ছিলেন। সে কারণে র‌্যাংক ব্যাজ পরানোর আনুষ্ঠানিকতা সারা হল বুধবার।

১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে চৌধুরী আল-মামুনের জন্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি সমাজবিজ্ঞান পড়েছেন।

১৯৮৬ ব্যাচের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসাবে পুলিশ বাহিনীতে কাজ শুরু করেন। ৩৩ বছর ২৩ দিনের চাকরি জীবন শেষে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *