ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটুক্তি করায় সাংবাদিক তারেকের বিরুদ্ধে বাপ্পী বাদী হয়ে থানায় মামলা

সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত বহুল প্রচলিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি (সাংবাদিক) জাহিদুল ইসলাম তারেকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও যশোর থেকে প্রকাশিত গ্রামেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম বাপ্পি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন। অভিযুক্ত জাহিদুর রহমান তারেক চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের মৃত এরশাদ মেম্বরের ছেলে। বর্তমান তিনি ঝিনাইদহের সিঅ্যান্ডবি পুকুরপাড়ের উপশহরপাড়া এলাকায় বসবাস করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৩ অক্টোবর রাতে জাহিদুর রহমান তারেক চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি জাতির পিতা শেখ মুজিবকে নিয়ে মন্তব্য করেন। এতে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগ করেন মামলার বাদী বাপ্পি।

এই পোস্টের মাধ্যমে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় বলে দাবী করা হয়। এদিকে এই পোষ্ট দেওয়ার কিছুক্ষন পরই সেটি মুছে দিয়ে জাহিদুর রহমান তারেক কম্পিউটার হ্যাকের কারণে এমন টা হয়েছে বলে দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চান এবং এটি অনিচ্ছাকৃত ভাবে হয়েছে বলে দাবী করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ কে বুকে লালন করেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *