মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসবে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে রূপসী রানী রায়ের আত্মার শান্তি কামনায় শারদীয় দুর্গোৎসবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে শিল্পপতি বিষ্ণুপদ রায়ের আয়োজনে তার গ্রামের বাড়ি মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামে এ বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিষ্ণুপদ রায়ের পিতা রাজেন্দ্রনাথ রায়, শিল্পপতি/ সমাজসেবক বিষ্ণুপদ রায়, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিষ্ণুপদ রায়ের সহধর্মিণী রত্না রানী রায়, স্থানীয় সমাজপতি শিবনাথ মল্লিক, সুনীল কুমার মন্ডল ও দেবদাস মহলি প্রমূখ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও (১৭ তম) এ বস্ত্র বিতরণ কালে বিষ্ণুপদ রায় বলেন, আমার মায়ের আত্মার শান্তি কামনায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে সৃষ্টি কর্তার নিকট সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবসময় যেন অসহায়দের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারেন, সে জন্য সকলের নিকট আশির্বাদ প্রার্থনা করেন তিনি।