ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের মাঝ খানে কুশপুত্তলিকা
সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের একে বারে রাস্তার মাঝখানে পথচারীদের সাবধানের জন্য পুতে রাখা হয়েছে কুশপুত্তলিকা। দেখেই মনে হচ্ছে এখানে বিশাল বিপদসংকেত। শনিবার সকালে সরজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়নপুর ত্রিমহনী থেকে শুরু করে ডাকবাংলা বাজার পর্যন্ত রাস্তায় মাঝে মধ্যে বিশাল আকারের বড় বড় গর্ত হয়েছে ।
তার মধ্যে উত্তর নারায়নপুর ত্রিমহনী ইসলামি হাসপাতাল সংলগ্ন বকুল মেটালও কাজলের ক্লিনিকের সামনের গর্তটি একে বারে ভয়াবহ। যা এখানে প্রতিদিন কোন না কোন ছোট বড় দূর্ঘটনা ঘটেই থাকে। তাই সাধারণ পথচারীদের সাবধানের জন্যই এই কুশপুত্তলিকা পুতে রাখা হয়েছে।
এবিষয়ে পথচারীসহ স্থানীয়রা প্রতিবেদককে জানান,ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এই রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এই রাস্তাটি দিয়ে ঢাকা,চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবানসহ ইচ্ছে থাকলে গোটা বাংলাদেশ ঘোরা যায়। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ঢাকা গামী পরিবহনের মধ্যে পূর্বশা,রয়েল,সি ডি,বি আর টিসি,আর এ,কান্তি,একতাসহ অনন্য অনেক ছোট বড় যানবাহন চলে।
এতো বড় গুরুত্বপূর্ণ রাস্তাটি যদি চলাচলের অনুপযোগী হয়,আর প্রতিদিন এখানে দূর্ঘটনা ঘটতে থাকে তাহলে সরকারের সম্মান ক্ষুন্ন হবে বলে মন্তব্য করেন পথচারী ও স্থানীয়রা। তাই ঝিনাইদহের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কতৃপক্ষের সুদৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন পথচারীগন।