ডোমারে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মোঃ সাখাওয়াত আমিন, নীলফামারী : নীলফামারীর ডোমারে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ই সেপ্টেম্বর) সকালে উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম বারের মতো জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক সরকার, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মো. সফিয়ার রহমান মানিক, মেহেদী হাসান মুক্তি প্রমুখ।
উল্লেখ্য, ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবা ইভেন্টে এককভাবে অথবা শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক অংশগ্রহণ করা যাবে। আগামী ১৩ই সেপ্টেম্বর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে ডোমার উপজেলা পর্যায়ের ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে।