যশোর-বাঘারপাড়া থানাধিন সেকেন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোচিং বাণিজ্য

ডেস্ক রিপোর্ট : যশোর-বাঘারপাড়া থানাধিন সেকেন্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, সরকারি প্রিয়ডে ৪র্থ/৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সকাল ১০.৩০ মিনিটের সময় শ্রেণী কক্ষে ২৫০/৩০০ টাকার বিনিময়ে কচিং বাণিজ্যে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। যদিও এই ৪র্থ/৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের শ্রেণীর কার্যক্রম দুপুর ১২.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত। ১ম/২য় শ্রেণীর ছাত্রছাত্রীদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে এই কচিং বাণিজ্যটি চালিয়ে যা”েছ। ঘটনার বিবরণী প্রকাশ অত্র পত্রিকার ভ্যাম্যমান প্রতিনিধিদ্বয় সকাল ১০.০০ ঘটিকায় সরজমিন স্কুল পর্যবেক্ষণে দেখতে পায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শ্রেণী কক্ষে কচিং বাণিজ্যে ন্যস্ত। তাৎক্ষণীক কেমেরায় ছবিটি ধারণ করা হয়। যাহা উল্লেখ্য ছবিতে স্পষ্ট প্রমাণিত। প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের সৌজন্য স্বাক্ষাৎকারে তারা ব্যাক্ত করে অভিভাবকের অনুরোধে এই বাণিজ্যটি চালিয়ে যা”েছ। ছাত্র-ছাত্রীদের স্বাক্ষাতে জানাযায় ২৫০/৩০০টাকার কোন অংশ কম নেয়না। আরো জনাযায় ৪র্থ/৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রী প্রায় ৫০জন এই কোচিং এ অংশগ্রহণ করে তদরুপ ছুটির পরে বিকালেও এই কচিং বাণিজ্যটি পুনঃরায় চালু করে। যেহেতু স্থানীয় কর্তৃপক্ষের নিরব ভূমিকায় থাকার কারণে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনার জন্য অত্র প্রতিবেদনটি প্রকাশিত হইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *