খুলনার দিঘলিয়ার দেয়াড়া কলোনী এলাকা থেকে বিদেশী বন্দুক সরঞ্জামসহ গ্রেফতার ২

এস,এম শামীম দিঘলিয়া খুলনা : গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ উপজেলার দেয়াড়া কলোনী এলাকা থেকে বিদেশী বন্দুক, ডাকাতির সারাঞ্জামসহ দুই ডাকাত সদস্যকে দিঘলিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। খুলনা এ এস পি সার্কেল রাজু আহম্মেদ সাংবাদিকদের সাথে এক প্রেসব্রিফ কালে এ তথ্য জানান। তিনি আরো জানান আজ দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় ওসি তদন্ত রিপন কুমার সরকারের নেতৃত্বে এসআই আজিজ মাহমুদ, এসআই সঞ্জিত সাহা, এসআই রানা প্রতাব, এসআইরফিকুল ইসলাম এএসআই শাহবুদ্দীন ও এএসআই দিবাশীষ সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনী এলাকার রীনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে একটা বিদেশী একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি, একটি দামদা ও ছোট-বড় কয়েকখানা ছুরি, রেঞ্জসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো (১) খুলনা মহানগরীর খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সুলতান সরদারের পুত্র রাজিব সরদার (২৭) ও (২) সেনহাটি রেজার মোড় এলাকার শামসুর রহমান ওরফে শামছুর পুত্র ইসমাঈল (৩৪)। জানা যায়, রাজিব সরদার ৩ মাস আগে দেয়াড়া কলোনীর রীনা বেগমের বাড়িতে স্বস্ত্রী কে নিয়ে ভাড়াটে হিসেবে বসবাস করছিল। এর আগে সে সেনহাটি রেজার মোড়েও ভাড়া থাকত বলে জানা যায়। আরো জানা যায়, গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে খানজাহান আলী থানাসহ অন্যান্য থানায় অস্ত্র ও ডাকাতি মামলা আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ.এস.পি সার্কেল রাজু আহম্মেদ বলেন, সে কিলার কিনা তা জানা যাবে তদন্তের মাধ্যমে। তবে এরা বড় ধরনের অপরাধী। তাদের সাথে আরো সদস্য থাকতে পারে বলে মনে হয় তবে যা তদন্তে বেরিয়ে আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *