কোস্টগার্ডের অভিযানে ইয়াবা গাঁজাসহ দুই মাদককারবারি আটক

মনির হোসেন,মোংলা : ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ( ১ জুলাই ) বেলা ৪ টায় সুন্দরবন সংলগ্ন বংশীপুর এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল মাতব্বর (২৫) ও মো. ফারুক হোসেন (২৮) নামের দুই মাদককারবারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজা।

শনিবার (২ জুলাই ) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন।

তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার বেলা ৪ টায় কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি স্টেশন কৈখালীর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবন সংলগ্ন বংশীপুর এলাকা হতে ১৯০ পিস ইয়াবা ও ৯৭০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদককারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটক মাদক ব্যবসায়ী ফারুক হোসেন সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুর গ্রামের গ্রামের ইস্রাফিল গাজীর ছেলে এবং জামাল মাতব্বর খুলনার সোনাডাঙ্গার হাফিজ নগর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

জব্দকৃত ইয়াবাসহ আটক দুই মাদককারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *