যশোর ঝিকরগাছা, বাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিয়ার রহমান স্কুল সমসময়ে সরকারি বিধি লঙ্ঘন করে কোচিং বাণিজ্যে ব্যস্ত।

ভ্রাম্যমান প্রতিনিধি : যশোর জেলা ঝিকরগাছা থানাধীন বাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অলিয়ার রহমান সকাল ৭টা ৩০মিনিট থেকে ৯টা ৩০মিনিট পর্যন্ত স্কুলের সন্ন্যিকটে কোচিং সেন্টার খুলে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়। সরোজমিনে অত্র প্রত্রিকার প্রতিনিধিদ্বয় গত ১৯/০৬/২২ইং তারিখ সকাল ৯টা ২৮ মিনিটের সময় পর্যবেক্ষণে দেখতে পায় সহকারী শিক্ষক অলিয়ার রহমান প্রায় ৫০/৬০জন ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং বাণিজ্যে ব্যস্ত আছে। যাহা তাৎক্ষনিক ক্যামেরায় ধারণ করা হয়। উপরের ছবিতে স্পষ্ট প্রমাণিত হয় সহকারী শিক্ষকের কোচিং সেন্টারের কার্য প্রনালী। তাছাড়া এই সহকারী শিক্ষক অলিয়ার রহমান বিকালেও ঐ একই কোচিং সেন্টারে ৪০/৫০জন ছাত্র-ছাত্রী নিয়ে কোচিং বাণিজ্যে ব্যস্ত থাকে, যাহা এলাকাবাসির ভাষ্য। সহকারী শিক্ষক অলিয়ার রহমানের চাকুরি সকাল ৯টা ঘটিকা থেকে অথচ সে সকাল ৯টা ৩০মিনিট পর্যন্ত কোচিং বাণিজ্যে ব্যস্ত থাকতে দেখা যায়। এলাকার সচেতন মহল ব্যক্ত করে সহকারী শিক্ষক অলিয়ার রহমানের নিকট প্রাইভেট না পড়লে স্কুলের খাতায় নম্বর দেয় না। নির্ভরযোগ্য সূত্রটি আরো ব্যক্ত করে কোন ছাত্র-ছাত্রী ৫০০টাকার কম দিলে সে গ্রহন করে না। (বিস্তারিত আগামীতে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *