মায়ের শতবর্ষে তার পা ধুয়ে আশীর্বাদ নিলেন নরেন্দ্র মোদি

বিশেষ প্রতিনিধি : শতবর্ষে পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন| গতকাল শনিবার (১৮ জুন) মায়ের শততম জন্মদিনে গুজরাটের গান্ধীনগরের বাড়িতে খুব ভোরে পৌঁছে যান প্রধানমন্ত্রী মোদি| মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি| হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, গতকাল প্রধানমন্ত্রী মোদি একটি ব্লগ পোস্ট টুইট করেন| সেখানে তিনি তার মায়ের ১০০তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তার ভাবনার কথা তুলে ধরেন| মোদি লিখেছেন, তার বাবা জীবিত থাকলে ২০২২ সালেই শতবর্ষে পা দিতেন|

তিনি আরো লিখেছেন, গত সপ্তাহে আমার ভাগনে গান্ধীনগর থেকে মায়ের কয়েকটি ভিডিও শেয়ার করেছে| কয়েক জন যুবক বাড়িতে এসেছিল| সেখানে আমার বাবার ছবি একটি চেয়ারে রাখা হয়েছিল| কীর্তন হচ্ছিল এবং মা মঞ্জিরা বাজানোর সময় ভজনে মগ্ন ছিলেন| তিনি এখন বয়সের কারণে শারীরিকভাবে কিছুটা ঝুঁকে পড়লেও তিনি আগের মতোই মানসিকভাবে সজাগ|

গতকাল সকালে মায়ের সঙ্গে পুজো সারেন মোদি| মায়ের পা ধুয়ে সেই পানি নিজের চোখে ছোঁয়ান| মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি ছাড়েন| এদিকে এর আগে বুধবার মোদির মায়ের নামে গান্ধীনগরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে| পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভাদনগরের হাটকেশ্বর মহাদেব মন্দিরে|

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের শুভেচ্ছা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির শততম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন| তিনি জন্মদিনের শুভেচ্ছা হিসেবে প্রধানমন্ত্রীর মাকে একটি ফুলের তোড়া উপহার দেন| দিল্লিস্হ বাংলাদেশ হাই কমিশনের পক্ষে কূটনৈতিক চ্যানেলে মোদির বাসভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো ফুলের তোড়াটি গতকাল দুপুরে পৌঁছে দেওয়া হয়| পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের কিছুক্ষণ পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এক টুইট বার্তায় এ খবরটি প্রকাশ করেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *