নাটোর বড়াইগ্রাম বনপাড়া নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন সরকার প্রদত্ত নির্দেশনার উর্দ্ধে? এলাকাবাসীর জিজ্ঞাসা।

ভ্রাম্যমান প্রতিনিধি : নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন সরকার প্রদত্ত নির্দেশনার উর্দ্ধে? যাহা এলাকাবাসীর জিজ্ঞাসা। ঘটনার বিবরণে প্রকাশ, অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় একটি নির্ভরযোগ্য সূত্র বরাতে সরেজমিনে গত ১৬/০৬/২০২২ইং তারিখ সকাল ৮.০০ ঘটিকায় নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে দেখতে পায় সহকারী শিক্ষক রুহুল আমিন বিধি-বহির্ভূতভাবে স্কুলের ক্লাসরুমে কোচিং বাণিজ্যে ৫০০/-(পাঁচশত) টাকা হারে প্রতি ছাত্র-ছাত্রী থেকে বাধ্যতামূলক ভাবে আদায় করছে। তাৎক্ষনিক ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় ছবিটি ক্যামেরায় ধারণ করা হলে সহকারী শিক্ষক রুহুল আমিন ব্যক্ত করে প্লিজ আমাকে ক্ষমা করুন। তবে প্রধান শিক্ষিকা কিছুক্ষন পর উপস্থিত হলে তিনি ক্ষিপ্ত কন্ঠে ব্যক্ত করেন সামান্য টাকার বিনিময়ে প্রাইভেট পড়ালে ক্ষতি কি? প্রতি উত্তরে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় ব্যক্ত করেন সরকারী স্কুলের ক্লাসরুমে সকাল ৮.০০ ঘটিকা থেকে ৯.০০ ঘটিকা পর্যন্ত প্রাইভেট পড়ানো বিধি সম্মত নাকি বিধি বহির্ভূত? প্রধান শিক্ষিকা আবারও বলেন স্কুলের ক্লাসরুমে প্রাইভেট পড়ানো বা কোচিং করানো যাবে। ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় আবারও ব্যক্ত করে সরকারি প্রিয়ডের আগে স্কুলের ক্লাস রুমে প্রাইভেট পড়ানোকালীন যদি ফ্যান ছিঁড়ে অথবা যে কোন আকারে-প্রকারে কোন দুর্ঘটনা ঘটে তখন আপনারা কিভাবে জবাব দিবেন? প্রতি উত্তরে শিক্ষকদ্বয় উত্তর দেন কোন দুর্ঘটনা ঘটবে না। অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় আবারও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে ব্যক্ত করেন দুর্ঘটনা কি জানিয়ে আসবে? সর্বশেষ শিক্ষক/শিক্ষিকারা কর্কস ভাষায় ব্যক্ত করে আপনারা যা লিখতে পারেন লেখেন, পারলে আমরা জবাব দেবো। এলাকার সচেতন মহল গভীর উদ্বেগে ব্যক্ত করে প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষক রুহুল আমীনের প্রাইভেট পড়ানো ৪০/৫০ জন ছাত্র-ছাত্রী থেকে যে ৫০০/-(পাঁচশত) টাকা হারে সকালে-বিকালে দুই ব্যাচে হাজার হাজার টাকা আদায় করছে তার কিয়াদাংশ ভাগ প্রধান শিক্ষিকা পায়। যেহেতু প্রধান শিক্ষিকার প্রতিরোধ করার কথা অথচ সাপোর্ট করার হেতু কি এ প্রশ্ন আরও গুণীজনের।
উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে অত্র প্রতিবেদনটি প্রকাশিত হলো।
(আগামীতে বিস্তারিত জানার জন্য পত্রিকার পাতায় চোখ রাখুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *