শার্শার যুবক বিদেশ থেকে ফেরার সময় মাগুরায় ঝুলন্ত লাশ উদ্ধার,দালাল লতিফ তাকে হত্যা করেছে বলে নিহতর মায়ের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোরের শার্শা শিকারপুর গ্রামের তরিকুল ইসলাম নামে এক যুবক বিদেশ থেকে ফেরার পথে মাগুরায় গাছের সাথে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
তরিকুল ইসলাম শিকারপুর গ্রামের আলম হোসেন এর ছেলে।
সে সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ঢাকা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। নিহত তরিকুল ইসলাম এর মায়ের অভিযোগ শার্শা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল লতিফ পরিকল্পনা ভাবে তার ছেলে কে হত্যা করেছে।
কারণ লতিফের মাধ্যমে সে সৌদি আরব গিয়েছিল।বিদেশে কাজ না পেয়ে দেশে ফিরে আসছিল।লতিফ বিদেশে লোক পাঠানোর কাজ করেন।
এলাবাসীর অভিযোগ লতিফ কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার মূল রহস্য বেড়িয়ে আসবে।লতিফ শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের দিদার বক্স ছেলে।
সে এলাকায় চিহ্নিত মানব পাচারকারী হিসাবে পরিচিত। তার খপ্পরে পরে অনেকে ভিটা বাড়ি বিক্রি করে বিদেশ গিয়ে কাজ না পেয়ে ২/৩ মাস পর দেশে ফিরে পরিবার পরিজন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে।
নিহত তরিকুল ইসলামের মা বলেন ৩/৪ মাস আগে রামচন্দ্রপুর গ্রামের লতিফ সাড়ে চার লক্ষ টাকা নিয়ে তার ছেলেকে সৌদি আরবে পাঠান।সেখানে এমন একটা কাজ দেন যা ছেলের হাত পা ফুলে অসুস্থ হয়ে পড়ে।খারাপ কাজ দেওয়া দালাল কে বার বার অন্য কাজ দেওয়া জন্য অনুরোধ করা হয়।
কিন্তু অন্য কাজ না দেওয়ায় সে বাংলাদেশে ফিরে এসে সোমবার ঢাকায় নেমে বাসে করে শার্শার উদ্দেশে রওনা হয়।বাড়িতে না আসায় খোঁজ খবর নিয়ে পরে জানতে পারি আমার ছেলের ঝুলন্ত লাশ মাগুরা সদর থানার পুলিশ উদ্ধার করেছে।আমার ছেলেকে লতিফ পরিকল্পনা ভাবে হত্যা করেছে।আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
রামচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য আলতাফ হোসেন বলেন লতিফের মাধ্যমে তরিকুল সৌদি আরব গিয়েছিল সেখান থেকে দেশে ফিরে বাড়ি আসার সময় মাগুরা সদর থানার পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।