১৫ জুন থেকে ৭ জুলাই সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ

ডেস্ক রিপোর্ট : আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা| এ বছর পরীক্ষার্থী অংশ নিচ্ছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন, যা গত বছরের তুলনায় ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন কম| এর মধ্যে ছাত্র ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন| এ বছর মোট ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে|

গতকাল রবিবার এসএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি| সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়|

করোনার প্রকোপ কমে আসার পর সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী; যা আগের বছরের তুলনায় ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেশি ছিল| গত বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে| এ বছর কেন্দ্রের সংখ্যা ১১১টি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৯০টিতে|

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন| এছাড়াও দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ এবং ভোকেশনালে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে|
আর এ বছর বিদেশের আটটি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ৩৬৭ জন পরীক্ষার্থী|

সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ জুলাই| ২০২২ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে| পরীক্ষার সময় তিন ঘণ্টা থেকে কমিয়ে দুই ঘণ্টা করা হয়েছে| পরীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে|

পরীক্ষার্থী কমছে কেন : পরীক্ষার্থী কমার ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর মানোন্নয়নের জন্য অনেকে পরীক্ষা দেয়| কিন্তু গতবার এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে, শুধু আবশ্যিক বিষয়ে| সে কারণে পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থী নেই বললেই চলে| গতবার যদি পূর্ণাঙ্গ পরীক্ষা হতো তাহলে যারা অকৃতকার্য হতো তারা এবারও পরীক্ষায় অংশ নিত| সে কারণে এবার পরীক্ষার্থী কম মনে হচ্ছে| আসলে নিয়মিত পরীক্ষার্থী কমেনি| তিনি আরো বলেন, এছাড়া প্রতি বছর এমনও হয়, কেউ কেউ রেজিস্ট্রেশন করেও পরীক্ষা দেয় না| কিন্তু এক্ষেত্রে তা হয়নি| সবাই পাশ করেছে|

পদ্মা সেতুর উদ্বোধনের কারণে এক দিনের পরীক্ষা এগিয়েছে : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন অনুষ্ঠিত হবে| শিক্ষামন্ত্রী বলেন, প্রকাশিত রুটিন অনুযায়ী ঐদিন সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের দাখিলের বাংলা দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল| সেটি আগের দিন অর্থাত্ ২৪ জুন আয়োজন করা হবে| তিনি বলেন, শুধু একটি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে| অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী আয়োজন করা হবে|

১৫ জুন থেকে ৭ জুলাই কোচিং সেন্টার বন্ধ : পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়| মন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলোকে নজরদারির আওতায় আনা হবে| এমনিতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকে| তবে যারা গোপনে খোলা রাখেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে|

অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্হা : শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান অন্যসব প্রতিষ্ঠানের মতো হুট করে বন্ধ করে দেওয়া যায় না| পরিকল্পনা করে বন্ধের একটি রূপরেখা তৈরি করার চেষ্টা চলছে|

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও প্রতিনিধিরা উপস্হিত ছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *