ঝিনাইদহ হতে আশান হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

মশিউর রহমান : গত ০৭ জুন ২০২২ তারিখ আনুমানিক রাত ০৩.০০ ঘটিকায় সময় জনৈক লিটন মোল্লার আলমসাধু গাড়ি তার বসত বাড়ির সামনে থেকে আশান (৪৫)নামে এক যুবক চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় স্হানীয় লোকজন লিটন হোসেন এর নেতৃত্বে গাড়ি চোরকে আটক করে গণপিটুনি দেয় এবং ভিকটিম আশান(৪৫) মারা যায়। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী মোছাঃ তাছলিমা খাতুন(৪০) বাদী হয়ে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

অদ্য ১১ জুন ২০২২ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার প্রধান আসামী কালিগঞ্জ থানাধীন নিমতলা বাজার এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় উক্তস্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ লিটন হোসেন(৩৫),পিতা-মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাং-কাপাশহাটিয়া, থানা-হরিনাকুন্ড, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *