ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১৫
ঘোড়াঘাট,দিনাজপুর,প্রতিনিধি : দিনাজপুর জেলার ঘোড়াঘাটে একটি পিকআপভ্যান ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হন। শুক্রবার সন্ধার পর পরই ঘোড়াঘাটÑদিনাজপুর মহাসড়কের হিলি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মোজাহার ইসলাম (২৮) বিরামপুর উপজেলা রানীনগর তেংড়া গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, দিনাজপুর থেকে ২০জন শ্রমিক নিয়ে গাইবান্ধায় একটি অটো রাইচ মিলের উদ্দেশ্যে রওনা দেয়। অপরদিকে প্রকৌশলী মোজাহার কর্মস্থল পলাশবাড়ী থেকে বিরামপুরে যাওয়ার পথে হিলি মোড়ে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পিকআপভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্থার পাশের্^ নিচু জমিতে উল্টে গেলে পিকআপে থাকা শ্রমিকেরা আহত হন। ঘটনার পর পরই নিকটস্থ্য ফায়ার সার্ভিসের কর্মীগন আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে দেন। ঘোড়াঘাট ফায়ার সর্ভিসের ষ্টেশন ম্যানেজার বলেন,আমাদের ষ্টেশন থেকে ৩শ মিটার দুরে মহাসড়কে বিকট শব্দে আওয়াজ হয়। পরে আমরা সেথানে গিয়ে দেখি পিকআপ মোটর সাইকেল সংঘর্ষ হয়েছে। মোটর সাইকেল চালক নিহত হয় ও পিকআপ থাকা আহত ১০/১৫জনকে আমরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই।
কাজী নাসির মঈদ,ঘোড়াঘাট,দিনাজপুর,১১.০৬.২২ইং