দেবহাটায় ভ্রাম্যমান আদালতে চিংড়ি জব্দ ও ড্রাইভিং না থাকায় ৫ চালককে জরিমানা
মিজানুর রহমান দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমান আদালতে পুশকৃত বাগদা চিংড়ি জব্দ ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ মোটরসাইকেল চালককে ৫শত টাকা করে মোট দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। সোমবার বিকালে সখিপুর মোড়স্থ ফায়ার সার্ভিস সংলগ্ন প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালা কালে শ্যামনগর থেকে ঢাকা পরিবহন যোগে আসা ৫ বকসিট ক্ষতিকারক জেলি পুশকৃত বাগদা ও ২ ককসিট রসনা চিংড়ি জব্দ করেন এবং জব্দকৃত চিংড়ি সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের জিম্মায় রাখেন। মালিক পক্ষকে না পেয়ে পরদিন মঙ্গলবার দুপুরে ৫ ককসিট পুশকৃত বাগদা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ২ ককসিট রসনা চিংড়ি বিভিন্ন এতিমখানায় দান করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, অবৈধ যানবাহন, মাছে অপদ্রব্য পুশ, সোয়াবিন তেল সহ নিত্যপ্রয়োজনীয় বাজার মনিটরিং এ ভ্রাম্যমান আদালন পরিচালনা করা হয়। এসময় ৫ বকসিট ক্ষতিকারক জেলি পুশকৃত বাগদা ও ২ ককসিট রসনা চিংড়ি জব্দ করা হয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ মোটরসাইকেল চালককে ৫শত টাকা করে মোট দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যহত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে কেই আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।