যশোর চুড়ামনকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরুদার নির্দেশনায় সহকারী শিক্ষক-শিক্ষিকারা বিধি বহির্ভূতভাবে কোচিং বাণিজ্যে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
ভ্রাম্যমান প্রতিনিধি : যশোর জেলার সদর উপজেলাধীন চুড়ামনকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিধি বহির্ভূতভাবে সকালে-বিকালে কোচিং বাণিজ্যে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মর্মে জানা যায়। ঘটনার বিবরণে প্রকাশ, অদ্য ০৭-০৫-২০২২ ইং তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরজমিনে স্কুলে উপস্থিত হয়ে দেখতে পায় সহকারী শিক্ষক তোরাব আলী এবং প্রোনোজ বাবু স্কুলের ক্লাসরুমে ৪র্থ এবং ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের নিয়ে কোচিং বাণিজ্যে ন্যস্ত আছে। তাৎক্ষণিক পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় ক্যামেরায় ছবি ধারণ করে, যাহা উপরের ছবিতে পরিলক্ষিত হয়। ইহাতে স্পষ্ট প্রমানিত হয় যে, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক/শিক্ষিকারা বিধি বহির্ভূতভাবে কোচিং বাণিজ্যে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। ছাত্র/ছাত্রীদের এক সৌজন্য সাক্ষাতে জানা যায় প্রত্যেক ছাত্র/ছাত্রী থেকে ৩০০/- টাকা হারে সকালে ১০০ জন এবং বিকালে ১০০ জন ছাত্র/ছাত্রী মোট ২০০ জন ছাত্রছাত্রী থেকে হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে। প্রধান শিক্ষিকা নাসরুদার মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হলে ব্যক্ত করেন উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কোচিংটি চালানো হচ্ছে।
(বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন)