লোহাগড়া থানায় তিন বখাটের নামে চাঁদাবাজির অভিযোগ
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া থানায় তিন বখাটের নামে চাঁদাবাজির অভিযোগ করেছেন লোহাগড়া পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভন্ডুল। অভিযুক্তরা হল উপজেলার রাজুপুর গ্রামের আসলাম শেখের ছেলে নয়ন (২৬), ইতনা গ্রামের আছাদ মওলানার ছেলে খন্দকার ছদরুল ও গোপীনাথপুর গ্রামের মনির খান। গত ৩০ এপ্রিল লোহাগড়া থানায় লিখিত এজাহারে বিশ্বনাথ দাস ভন্ডুল জানান, মল্লিকপুর ইউনিয়নে তার একটি সড়ক নির্মানের কাজ চলছিল। সেখানে নয়ন ও তার দুই সহযোগি কাজের সাইডের শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি ও ভয়ভিতি দেখায়। ঝামেলার ভয়ে ঠিকাদার ভন্ডুল কমিশনার নয়নকে পাঁচ হাজার টাকা প্রদান করে। এর পরও নয়ন তার সহযোগিদের নিয়ে ঠিকাদারের কাছে আরও ২০ হাজার টাদা চাঁদা দাবি করে। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ গন্যমান্য ব্যক্তি অবগত আছে।
একাধিক সূত্রে জানা যায় স্থানীয় কিছু বখাটেদের সাথে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে বেড়ায় ওই নয়ন। তার প্রতিবাদ করলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজেবাজে কথা লিখে ব্যবসায়ীদের সম্মান হানী করে থাকে। সেই ভয়ে কেউ তার প্রতিবাদ করে না।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন বলেন, নয়ন সহ তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে নয়ন বলেন, আমি একটি অনলাইন পোর্টালে লেখালেখি করি। ঠিকাদার বিশ্বনাথ ভন্ডুলের একটি রাস্তার কাজের সাইডে আমরা কয়েকজন গিয়ে ছিলাম। সেখানে গিয়ে দেখি নি¤œ মানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে। বিষয়টি ফেসবুকে লিখলে ঠিকাদারের লোকজন আমার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ করেছে।