দেবহাটায় চিংড়িতে পুশ, জরিমানা আদায়
মিজানুর রহমান দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার গাজীরহাট মৎস্য সেডের ডিপোতে চিংড়ি ও অন্যান্য মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হচ্ছে তথ্যে যৌর্থ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গাজীরহাট বাজারে এ অভিযান চালিয়ে পুশকৃত মাছ জব্দ, বিনষ্ট ও জরিমানা দায়ের করা হয়। সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডিএম, উপজেলা নিবার্হী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, র্যাব এ অভিযানে অংশ নেয়। এসময় অভিযানে গাজীরহাট বাজারের ৫ টি চিংড়ি মাছের আড়তে জেলি, ওলোটকম্বল ইত্যাদি অপদ্রব্য পুশ করার সময় চিংড়ি সহ এই কাজে জড়িত প্রতিষ্ঠানের মালিক কে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বিাহী ম্যাজিস্ট্রিট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইটি প্রতিষ্ঠানের মালিক কে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপর তিনটি প্রতিষ্ঠানের মালিক কে ভোক্তা অধিকার আইনে মোটা ১০,৫০০০ টাকা জরিমানা আরোপ করেন। পরবর্তীতে অপদ্রব্য মিশ্রিত মাছগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়। অভিযানে র্যাব সাতক্ষীরা এর একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।