কুমারখালীতে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ বাজার তদারকি।
মশিউর রহমান : আজ ০৭ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় কুমারখালী উপজেলায় উপজেলা রোড এবং আলাউদ্দিন নগরে উপজেলা প্রশাসন, কুমারখালী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয় হতে যৌথভাবে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, মুদি দোকান, ফলের দোকান ও কসমেটিকসের দোকান পরিদর্শন করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ০৩ টি প্রতিষ্ঠান জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি ভোক্তাদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে, প্রতিদিন মূল্য তালিকা হালনাগাদ করতে, অধিক মূল্যে পণ্য বিক্রয় না করতে এবং প্রতিটি পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ করতে অনুরোধ করা হয়।
জেলা প্রশাসক, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশনায় পরিচালিত আজকের বাজার তদারকি কার্যক্রমে উপস্থিত ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শহীদুল ইসলাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এবং জনাব সুলতানা রেবেকা নাসরীন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত), কুষ্টিয়া। নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।