ঝিনাইদহে সাগান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামে টিউবওয়েল স্থাপন করেছেন মহিলা মেম্বার আম্বিয়া খাতুন লাকী

সাইফুল ইসলাম : কৃষক, পথচারী,গ্রামের সাধারণ হতদরিদ্র হলো আমার প্রাণ। যতোদিন বেঁচে আছি তাদের সাথে নিয়ে পথ চলতে চাই বলনেন ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের ১,২,৩ নং মহিলা সংরক্ষিত আসনের নবনির্বাচিত মেম্বার আম্বিয়া খাতুন লাকী।

তিনি তার নিজ তহবিল থেকে ১,২,৩ নং মহিলা সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত গ্রামগুলোই নয় তিনি সাগান্না ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের মানুষের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করতে চান। তার ধারাবাহিকতায় তিনি কৃষক, পথচারী,গ্রামের সাধারণ হতদরিদ্র্যদের সুবিধার্থে গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে, কৃষকের ফসলের মাঠে এবং গ্রামের হতদরিদ্র্যদের মধ্যে নিজ অর্থায়নে টিউবওয়েল স্থাপন করে যাচ্ছেন।

জানা গেছে চলতি মাসের শুরু থেকেই তিনি এ উদ্যোগ হাতে নিয়েছেন। এ পর্যন্ত ৩ টি টিউবওয়েল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছেন। তিনি মেম্বার হওয়ার পূর্ব থেকে তার ওয়ার্ডের বিভিন্ন গ্রামের রাস্তা সংস্করণ, রাবিশ, করোনা কালীন সময়ে ত্রাণ বিতরনসহ কৃষক,পথচারী,গ্রামের সাধারণ হতদরিদ্র্যদের পানির সুবিধার্থে টিউবওয়েল স্থাপন করে যাচ্ছেন। এবিষয়ে ১,২,৩ মহিলা সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত সাধারণ ভোটাররা প্রতিবেদককে বলেন,নবনির্বাচিত মহিলা মেম্বার আম্বিয়া খাতুন লাকী নির্বাচনের পূর্বে থেকে শুরু করে তিনি আমাদের গ্রাম ছাড়াও সাগান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। তারা আরও বলেন এ পযর্ন্ত তিনি যে কাজ করছেন এমন উন্নয়ন মূলক কাজ কোন মেম্বার করেনি।

এবিষয়ে মহিলা মেম্বার আম্বিয়া খাতুন লাকী বলেন,আমি বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায় উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি আমার ব্যক্তিগত উদ্যোগে ১,২,৩, মহিলা সংরক্ষিত আসনের অন্তর্ভুক্ত গ্রামে বিভিন্ন কাজ করেছি এবং সাগান্না ইউনিয়নে নয়টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কৃষক,পথচারী,হতদরিদ্র্যদের জন্য টিউবওয়েল স্থাপন করে দিচ্ছি। এ চলতি মাসের এ কয়েকটি দিনের মধ্যে ৩ টি টিউবওয়েল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছি। ইউনিয়ন ব্যাপী একাজ যতোদিন শেষ না করতে পারবো ততোদিন অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *