দিঘলিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এস.এম.শামীম দিঘলিয়া (খুলনা) থেকে
খুলনার দিঘলিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে যথাযোগ্য মর্যাদার সাথে । দিবসটি পালন উপলক্ষে আজ ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দিঘলিয়া থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, দিঘলিয়া প্রেসক্লাব, পুজা উদযাপন পরিষদ, সেনহাটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া সরকারি এমএ মজিদ কলেজ, বিভিন্ন সমাজ সেবী সংগঠন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে ডিসপ্লে, ক্রীড়া অনুষ্ঠান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া গাজী, দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী , মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব গাজী আরিফুর রহমান, শিক্ষা অফিসার মাধ্যমিক মোঃ মাহফুজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফরহাদ হোসেন মহিলা কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এদিকে আওয়ামীলীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *