নোয়াখালী জেলা পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ
অপরাধ তথ্যচিত্র ডেস্ক: জনগণকে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করে পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে জেলার অফিসার, ফোর্স এবং চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভায় এ আহ্বান জানান আইজিপি। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বেনজীর আহমেদ বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ সদস্যদের পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণের সিলেবাস আধুনিকায়ন ও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণকেন্দ্রগুলোতে উন্নত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘ ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। ইতিমধ্যে নতুন নিয়মে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে ৩ হাজার ‘বেস্ট অব দ্য বেস্ট’ প্রার্থী নিয়োগ করা হয়েছে। এসআই পদে নিয়োগ চলমান, কনস্টেবল পদে আরও ৪ হাজার প্রার্থী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।বেনজীর আহমেদ বলেন, দেশ ও জনগণের সেবায় নিবেদিত পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে গড়ে তোলা হচ্ছে বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল হিসেবে। পুলিশ হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হচ্ছে। ভবিষ্যতে ক্যানসারসহ অন্যান্য ইউনিট স্থাপন করা হবে। এ ছাড়া পুলিশ সদস্যদের সন্তানদের লেখাপড়ার সুবিধার্থে তাদের জন্য বিভাগীয় শহরে আধুনিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।