কক্সবাজার চকরিয়া আসামির সঙ্গে জন্মদিনের কেক কাটায় চকরিয়া থানার ওসি প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক : ওয়ারেন্টভুক্ত আসামির সঙ্গে নিজের জন্মদিনের কেক কাটায় কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণিকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার চকরিয়া সারকেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম।
২০১৯ সালের ২৯ এপ্রিল ছাত্রলীগের দুই গ্রুপের মামামারি হয়। এতে ছাত্রলীগের ওই সময়কার সাধারণ সম্পাদক আরফান মাহমুদ রুবেল তার প্রতিপক্ষ আরেক ছাত্রলীগ নেতাকে মারপিট করার অপরাধে হত্যাচেষ্টা মামলার আসামি হন। পরে বেশকিছু দিন পলাতকও ছিলেন তিনি।
সম্প্রতি ওসি ওসমান গণির সঙ্গে আসামি আরফান মাহমুদের কেক কাটার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই বৃহস্পতিবার ওসি ওসমান গণির প্রত্যাহারের খবর এল।
কক্সবাজারের এএসপি তৌফিকুল আলম অপরাধ তথ্যচিত্র কে জানান, বিধি ভঙ্গ করার অপরাধে ওসি ওসমান গণিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এএসপি তৌফিকুল জানান, গত পাচ মাস আগে ওসি হয়ে ওসমান গণি যোগ দিয়ে ছিলেন চকরিয়া থানায়। এরআগে সিলেটের কোম্পানিগঞ্জ থানায় দুই মাস তদন্ত পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছে। তবে এরও আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) দীর্ঘদিন কাজ করেছেন।
এএসপি তৌফিকুল আরও বলেন, গত ২ মার্চ ওসি ওসমান গণির জন্মদিন ছিলো। ওই দিন মামালার আসামি সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরফান মাহমুদ রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে কেক ও ফুলসহ থানায় গিয়ে ওসিকে বলেন সার আপনার জন্মদিন কেক কাটার জন্য আসছি। পরে তিনি তাদের সঙ্গে কেক কাটেন। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সবার নজরে আসে। আজকে ওসি ওসমানকে প্রত্যাহার করা হয়েছে।