দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতি নিয়ে তোলপাড়
ডেস্ক রিপোর্ট : পুনর্বহালের দাবিতে সহকর্মীদের মানববন্ধন, চেয়ারম্যানকে স্মারকলিপি তার কারণে দুদকের সম্মানহানি হচ্ছিল :দুদক সচিব হত্যা ও চাকরি খাওয়ার হুমকি’ পাওয়ার ১৬ দিনের মাথায় অপসারণ
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অনিয়মের বিভিন্ন ঘটনার তদন্ত করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে| ‘হত্যা ও চাকরি খাওয়ার হুমকি’ পাওয়ার ১৬ দিনের মাথায় বুধবার দুদক কার্যালয় থেকে তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয়| শরীফ উদ্দীনকে আকস্মিক চাকরিচ্যুতি করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে| দুদকের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টিকে অসাংবিধানিক আখ্যায়িত করে ঐ কর্মকর্তাকে পুনর্বহালের দাবি জানিয়েছেন| একইসঙ্গে দুদকের কর্মচারী (চাকরি) বিধিমালা-২০০৮-এর বিতর্কিত ৫৪(২) ধারা বাতিল করারও দাবি জানান তারা| এই দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ের সামনে একটি মানববন্ধনও করা হয়| এতে শতাধিক মধ্যম ও নিম্নপদস্হ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন| পরে দুদক চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও জমা দেন তারা|
দুদক সচিব মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা চলমান রয়েছে| আরো কয়েকটি বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে| তার কারণে দুদকের সম্মানহানি হচ্ছিল|
এ কারণে বিধি অনুযায়ী তাকে চাকরিচ্যুত করা হয়েছে| তবে উপ-সহকারী পরিচালক শরীফের বিরুদ্ধে কী অভিযোগে বিভাগীয় মামলা চলমান রয়েছে সে বিষয়ে দুদক সচিব স্পষ্ট করে কিছু বলেননি|