ঢাকার ধামরাইয়ে কে বি সি কোম্পানির কান্ড
স্টাফ রির্পোটার (মোঃ ফারুক হোসেন) :ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার দিয়ে সৌচালয়ের দরজা বানিয়েছে কে বি সি কোম্পানী। এ বিষয়ে দেখা যায় বাথুলী বাস স্টাণ্ডের উত্তর পাশে মোহনী মোহন উচ্চ বিদ্যালয় এর পূর্ব পাশে অবৈধ কয়লা রিকোয়েশন ও বিত্রয় কেন্দ্রের ব্যবহারিত সৌচালয়ের দরজায় লাগিয়েছে মটর চালক লীগ এর ব্যানার। সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায় ধামরাই উপজেলা কমিটির ব্যানার সৌচালয়ের দরজায় লাগানো।
এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামী মটর চালকলীগ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় এম পি বেনজীর আহম্মদ সহ নেত্রীবৃন্দর ছবি সম্বলিত ধামরাই উপজেলা মটর চালক লীগ এর ব্যানার গাছে থেকে সরিয়ে নিয়ে কে বি সির কয়লা রিকোয়েশন এর স্থানে ব্যবহারিত সৌচালয়ের দরজায় লাগিয়েছে যা খুবই অপমানজনক মানহানিকর আমি এর সাথে জরিতদের সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে ধামরাই উপজেলা মটর চালকলীগ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম(নপু) বলেন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি আমার ব্যানার কে বি সির কয়লায় স্তুপের পাশে ব্যবহারিত টয়লেটের দরজায়। এটা দেখে আমি সেখানে যাই এবং উপস্থিত সিকিউরিটি কে জিজ্ঞেস করি এটা কে লাগিয়েছে তখন সে আমাকে কোন উত্তর না দিয়ে বলে আপনি এখানে কেন এসেছেন কার কাছে জিজ্ঞাসা করে এসেছেন, আপনি এখানে কোম্পানীর লোক আসার আগে যেতে পারবেন না বলে সিকিউরিটি আমার সাথে অস্বাভাবিক আচরন করে।
এ বিষয়ে সিকিউরিটি মোঃ বাবুল হোসেন এর কাছে ব্যানর ও ঘটনার বিষয়ে জানতে চাইলে সে বলেন আমি এটার বিষয়ে বলতে পারবোনা এটা যখন বানিয়েছে তখন আমি ছিলামনা এ বিষয়ে কোম্পানী জানে।