সুন্দরগঞ্জে সাংবাদিক,দপ্তরী-কাম-প্রহরীসহ তিন গাঁজা সেবী জেল হাজতে
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুমে গাঁজা সেবনের সময় ওই বিদ্যালয়ের দপ্তরী কাম-নৈশ প্রহরী ও এক সাংবাদকর্মীসহ তিন মাদকসেবীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা থেকে প্রায় একশ গজ দুরে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুমে অভিযান চালিয়ে গাঁজা সেবী তিন জনকে পুলিশ গ্রেফতার করে এবং গাঁজাসহ সেবনের কলকি উদ্ধার করে। গ্রেফতারকৃত গাঁজা সেবীরা হলেন রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি ও পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী সাগর হোটেলের মালিক বারিক মজুমদারের ছেলে আলাউদ্দিন মজুমদার শাহীন, পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃত কামাল সরদারের ছেলে দপ্তরী কাম-নৈশ প্রহরী সুমন সরদার এবং দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের সালাম মিয়ার ছেলে জাহেদুল ইসলাম। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি তৌহিদুজ্জামান বলেন সংশ্লিষ্ট ধারায় মামলা করে বুধবার গাঁজা সেবীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।