সেনাবাহিনীর অফিসার হাবিবুর রহমানসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মোঃ মোরশেদ আলম চৌধুরী বান্দরবান প্রতিনিধি : মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) লামা উপজেলা ও পৌর শাখার আয়োজনে বান্দরবানে লামায় মানববন্ধন বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বান্দরবান জেলার রুমা সেনা জোনের নিরাপত্তায় নিয়োজিত দেশ প্রেমিক সেনাবাহিনীর টহল দলের উপর পার্বত্য চট্টগ্রাম চুক্তি ভঙ্গকরে সন্তু লারমার জেএসএস (মূল) স্বশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানসহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
বিক্ষোভ মিছিলে”জ্বালো জ্বালো আগুন জ্বালো খুনি সন্তু লারমার গদিতে আগুন জ্বালো একসাথে” এই স্লোগানে মুখরিত লামা বাজারের রাজপথ।
লামা উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা পিসিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমান।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি এম রুহুল আমিন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
উক্ত সভায় আইন শৃঙ্খলা বজায় রাখতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নিরাপত্তায় ছিলো অর্ধশতাধিক পুলিশ