বান্দরবানে জেএসএস (মূল) দলের এর চাঁদা আটক.
বান্দরবান প্রতিনিধি মোঃ মোরশেদ আলম চৌধুরী : বান্দরবান সদরস্থ ডুলুপাড়া চেকপোস্টে এলাকায় বুধবার (১৯) জানুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকার সময় ডুলুপড়া চেকপোস্টে মোটরসাইকেল আরোহীকে তল্লাশি অভিযান চালিয়ে নগদ ৭ লক্ষ ১৮ হাজার টাকা সহ জেএসএস মূল দলের সদস্য ও কালেক্টর রক্সি মং মার্মা (৪০) কে আটক করেছে বান্দরবান ৫ ইবির আওতাধীন ডুলুপাড়া ক্যাম্প।
জেএসএস (মূল)এর নেতৃস্থানীয় কয়েকজন সন্ত্রাসীরা উক্ত এলাকায় অবৈধভাবে চাঁদা উত্তোলন করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে সদরস্থ ডুলুপড়া চেকপোস্টে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজেদুর রহমানের নেতৃত্বে সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করা হয় এবং ঘটনাস্থল থেকে জেএসএস কালেক্টর রক্সি মং মার্মা কে আটক করা হয়।
আটককৃত রক্সি রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার সাং কারীগর পাড়ার মেমং মার্মা ছেলে।
জানা গেছে, আটককৃত চাঁদাবাজ রক্সি মং মার্মা জেএসএস (মূল) দলের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকার সাধারণ জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। এদিকে চিহ্নিত এই চাঁদাবাজ গ্রেফতারের সংবাদে স্থানীয়দের মধ্যে স্বস্তি লক্ষ্য করা যায় এবং অবৈধ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত রাখারও অনুরোধ জানায় স্থানীয়রা।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে অভিযান চলমান থাকবে এবং এব্যাপারে স্থানীয় জনসাধারণের সহযোগিতাও চায় সেনাবাহিনী।