মাগুরা মোহাম্মাদপুর পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ সরকার প্রদত্ত নির্দেশনার উর্দ্বে ? এলাকাবাসীর জিজ্ঞাসা।
ভ্রাম্যমান প্রতিনিধি : মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার পলাশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ সরকার প্রদত্ত নির্দেশনা অমান্য করে ২২-০১-২০২২ ইং তারিখ বেলা ১২.৩০ মিনিটের সময়ে স্কুলের সকল ছাত্র-ছাত্রী দেরকে নিয়ে শ্রেণী কক্ষে ঘন সারিতে বসিয়ে ক্লাস কার্যক্রমে ব্যস্ত। যদিও সরকারের নির্দেশনা ২১-০১-২২ ইং তারিখের পর থেকে আগামী-০৫-০২-২২ইং তারিখ পর্যন্ত শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রী বা শিক্ষার্থীদেরকে নিয়ে কোন রকম কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। তথাপিও প্রদান শিক্ষকের নির্দেশানুক্রমে সহকারী প্রধান শিক্ষক ১০ম শ্রেণীতে প্রায় ৮০/৮৫ ছাত্র-ছাত্রী একই ক্লাস রুমে ঘন সারিতে বসিয়ে পাঠদানে ব্যস্ত থাকতে দেখা যায়। যাহা তাৎক্ষনিক অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিনে উপস্থিত হয়ে ক্যামেরা বদ্ধ করে। অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সরেজমিনে স্কুলে উপস্থিত হয়ে ১০ম শ্রেণীর ছবি ক্যামেরায় ধারণ করার সাথে সাথে অন্যান্য শ্রেণী কক্ষের প্রায় ৫/৬ শত শিক্ষার্থীদেরকে ছুটি দিয়ে দেয়। এলাকাবাসীর ভাষ্য সরকার প্রদত্ত নির্দেশনা অজানা ছাত্র-ছাত্রীদেরকে সকাল ১০টায় প্রধান শিক্ষকের পক্ষ থেকে ছুটির ঘোষণা জানিয়ে দিলে কোন ছাত্র-ছাত্রী বা শিক্ষার্থী স্কুলের ক্লাস রুমে ১২.৩০ পর্যন্ত উপস্থিত থেকে শ্রেণী কক্ষে ঘন সারিতে বসে থেকে সরকারি নির্দেশনা অমান্য করতে পারতো না। যাহা প্রধান শিক্ষকের অবহেলা ও গাফিলতির কারণেই শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রীদেরকে এই করোনা ভাইরাস এবং ওমিক্রন এর পিরিয়ডে সরকারি নির্দেশনা অমান্য করতে বাধ্য হয়েছে। এলাকার সচেতন মহল ব্যক্ত করেন প্রধান শিক্ষকের খাম-খেয়ালিপনা ও অবহেলার শাস্তি হওয়া প্রয়োজন।
(বিস্তারিত আগামীতে পত্রিকার পাতায় চোখ রাখুন।)