খুলনা ডুমুরিয়া ঘুটুদিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী রেবা গোলদারের কর্তব্যে অবহেলা ও গাফিলতির কারণে সংশ্লিষ্ট এলাকাবাসী অতিষ্ঠ।
বিশেষ প্রতিনিধি : খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন
ঘুটুদিয়া ইউনিয়নের অন্তর্গত পরিবার কল্যাণ সহকারী রেবা
গোলদার তার কর্তব্যে-কর্মে যথাসময়ে, যথাস্থানে না পৌছানোর
কারণে সংশ্লিষ্ট এলাকাবাসী যথার্থ সেবা থেকে বঞ্চিত হচ্ছে
মর্মে জানা যায়। সরেজমিনে অত্র পত্রিকার ভ্রাম্যমান
প্রতিনিধিদ্বয় রেবা গোলদারের খোঁজ-খবর নিতে তার এলাকায়
দেখা যায় সকাল ১০.৩০ মিনিটেও সে তার কর্মস্থলে না
পৌছাইয়ে বাড়িতেই অবস্থান করছে। এক পর্যায়ে তার সাক্ষাতে
জানা যায় সে ১০.৩০ থেকে ১১.৩০ এর মধ্যে বাড়ি থেকে নিজ নিজ
কর্মস্থলে যায়। যদিও তার কর্মস্থলে যথাযথ কর্তব্য পালনের জন্য
সকাল ৯টায় পৌছাতে হবে। কিন্তু রেবা গোলদার কখনও তা পারে না।
তাছাড়া রেবা গোলদার এবং তার স্বামী সুব্রত বাবু সরকারী
চাকুরী করে। স্বামী-স্ত্রী উভয়ে সরকারি চাকুরী করা স্বত্বেও তারা
সরকার প্রদত্ত যথাযথ কর্তব্য পালনে অবহেলা ও অনিহা, যাহা এলাকার
সচেতন মহলের ভাষ্য। সকাল ১০.৩০ মিনিটে রেবা গোলদারের বাড়িতে
যখন ছবি ধারণ করা হয় ইহাতেই প্রমাণিত সে তার যথার্থ
কর্তব্য পালনে যথেষ্ট গাফিলতি আছে। (বিস্তারিত আগামীতে
পত্রিকায় চোখ রাখুন)।