গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রির্পোটার,মোঃফারুক হোসেন : ঢাকার ধামরাই গণবিশ্ববিদ্যালয় আইন বিভাগের পড়ুয়া ছাত্র মোঃ মাসুদ রানার উপর ধামরাই পৌরশহর কালিয়াগার নামক স্থানে সন্ত্রাসী হামলা ও খুন ও গুমের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
উপজেলার সৈয়দ মোড়ে সন্ত্রাসী বিপ্লব এর গ্রেফতারও বিচারের দাবীতে এই মানববন্ধন করেন তারা।
জানা যায় গত ২৫ ডিসেম্বর আনুমানিক সন্ধা ৬.৩০মিনিটে ধামরাই পৌরসভা ৫নং ওয়ার্ড এর কালিয়াগার এলাকায় গণবিশ্ববিদ্যালয় আইন বিভাগের ১ম বর্ষ ২য় সেমিষ্টারের ছাত্র মোঃ মাসুদ রানা ও তার রুমমেট মোঃ কবির ধামরাই বাজার থেকে বর্তমান বাসায় আমবাগানে যাওয়ার সময় কালিয়াগার মোরে চায়ের দোকানে আসলে সেখানে উপস্থিত মোহাম্মদ আলী বিপ্লব ও তার সহযোগীরা মাসুদ এর গলায় মাপলাট পেচিয়ে টেনে হেচরে একটি গলির ভিতরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে লোহার রড ও বাশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করে।এক পর্যায় বিপ্লব হাতুরি ও ধারালো অস্ত্র নিয়ে আসে এবং মাসুদ কে উক্ত স্থান থেকে হাতুরি দিয়ে মারতে মারতে বালুচর নামক স্থানের দিকে নিয়ে যেতে থাকে ।এক পর্যায় মাসুদকে খোজতে খোজতে তার বন্ধু কবির সেখানে উপস্থিত হলে তাকেও চর থাপ্পর মারে এসময় তাদের ডাক চিৎকারে আসেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন এবং মাসুদ কে ধামরাই সদর হাসপাতালে ভর্তি করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বাদশা মিয়া,মোঃ রিদুল সরকার টিপু,মোঃ সোহাগ হোসেন,মোঃ ইমন সিকদার,মোঃরবিউল ইসলাম,মোঃ রবিন হোসেন,মোঃ রুবেল হোসেন।
উপস্থিত ছিলেন মোঃ রানা, মোঃ সাব্বির,মোঃ পিয়াল হোসেন,মোঃ মাহফুজুর রহমান ইমন,মামুন হোসেন,মোঃ সজিব হোসেন, তিতুমির প্রমূখ।
এ বিষয়ে মাসুদ এর বড় ভাই মোঃ ইউসুফ আলী,ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।