গোপালগঞ্জ সাতপাড় ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রমেন্দ্র বাবু তার কর্তব্যে-কর্মে অবহেলা ও গাফিলতির কারণে এলাকাবাসী অতিষ্ট।
ভ্রাম্যমান প্রতিনিধি : গোপাগঞ্জ জেলা সদরের সাতপাড় ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা রমেন্দ্র বাবুর কর্তব্যে অবহেলা ও গাফিলতির কারণে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রটির আওতার্ভুক্ত সকল এলাকাবাসী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে মর্মে জানা যায়। ঘটনাটি সরেজমিন পর্যবেক্ষনে অত্র পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধিদ্বয় সকাল দশটায় উপস্থিত হয়ে দেখতে পায় সাতপাড় বাজারে রমেন্দ্র বাবু ব্যক্তিগত মালিকানায় ঔষদের দোকান খুলে ঔষধ বেচা-কেনাসহ চিকিৎসা সেবায় ব্যস্ত আছে। যাহা সরকারি কর্মকর্তার জন্য বিধি বহির্ভূত। এক পর্যায়ে রমেন্দ্র বাবুর সাক্ষাতে ব্যক্ত করেন এক্ষুনি নিজ কর্মস্থল সাতপাড় ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে চলে যাবেন। আরও এক পর্যায়ে জিজ্ঞাসা করা হয় যেহেতু আপনি সরকারি চাকুরী করেন সেহেতু সকাল দশটায় নিজ সরকারি কর্মস্থলে না যেয়ে আপনি আপনার ব্যক্তিগত ঔষধের দোকানে ঔষধ বেচাকেনায় বা ব্যক্তিগতভাবে স্বার্থলোভী চিকিৎসায় ন্যাস্ত থাকতে পারেন? তাৎক্ষনিক রমেন্দ্র বাবু উত্তর দেন প্লিজ সরি, আমাকে ক্ষমা করুন। আমি এক্ষনি আমার সরকারি কর্মস্থলে চলে যাচ্ছি। অতঃপর রমেন্দ্র বাবু তার দোকানে অবস্থানরত অবস্থায় ক্যামেরায় ছবিটি ধারণ করতঃ প্রতিনিধিদ্বয় ঐ স্থান ত্যাগ করেন। উল্লেখ্য ছবিতে স্পষ্ট প্রমান করে যে রমেন্দ্র বাবু তার ব্যক্তিগত ঔষধের দোকানেই নিজ নিজ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এলাকার সচেতন ও বুদ্ধিজীবি মহল ব্যক্ত করে রমেন্দ্র বাবু প্রতিদিন বেলা এগারোটার পর পরিবার কল্যাণ কেন্দ্রে উপস্থিত হয় এবং বেলা দুইটায় পরিবার কল্যাণ কেন্দ্র ত্যাগ করে। একটি নির্ভরযোগ্য সূত্র ব্যক্ত করে, একটু জটিল রোগের কোন রুগী কল্যাণ কেন্দ্রে উপস্থিত হলে রমেন্দ্র বাবু তার ব্যক্তিগত চেম্বার সাতপাড় বাজারে আসার জন্য পরামর্শ দেন। সূত্রটি আরও ব্যক্ত করে দুইশত টাকার বিনিময়ে ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা মেলে। (বিস্তারিত জানার জন্য পত্রিকার পাতায় চোখ রাখুন)।