স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও রাষ্ট্র পুর্নগঠন রচনা প্রতিযোগীতায় মোবাসছিরা খানম প্রথম স্থান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত শিশুদের রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি-দুঁপচাচিয়া থানার অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, বগুড়া জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও রাষ্ট্র পুর্নগঠন বিষয়বস্তুর উপর রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। এর মধ্যে সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনী ছাত্রী মোবাসছিরা খানম প্রথম স্থান অধিকার করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজুল ইসলাম খান রাজু হাতে থেকে পুরষ্কার গ্রহন করেন মোবাসছিরা খানম।