সুন্দরগঞ্জে অতিরিক্ত শব্দদূষণ বন্ধের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় অতিরিক্ত শব্দদূষণ বন্ধের দাবিতে এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজারে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে চলতি এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন শিবরাম আলহাজ্ব মোহাম্মদ হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল হালিম, সমাজ সেবক জয়নাল আবেদীন, পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম, এসএসসি পরীক্ষার্থী আল আমিন ইসলাম, হাসু মিয়া, রায়হান কবীর, আরফান হোসেন, আরিফ মিয়া, শান্ত মিয়া, রোমান ইসলাম, শামীম ইসলাম, রিপন সাহা, সুমন ইসলাম প্রমূখ। বক্তরা বলেন আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীরা আচরণ বিধি ভেঙ্গে রাত ৮টার পরেও মাইক ব্যবহার করে তাদের নির্বাচনী প্রচারণা চালায়। এতে পরীক্ষার্থীদের লেখা-পড়ায় মারাতœক বিঘœ ঘটছে। সেইসাথে জন-সাধারণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। তাই নির্বাচনী প্রচারণায় অতিরিক্ত মাইকের ব্যবহার পুরোপুরি বন্ধের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *