আগে টাকা পরে চাকরি, সাভারে পাঁচ প্রতারক গ্রেপ্তার

অপরাধ তথ্যচিত্র ডেস্ক :সাভারে নিরাপত্তাকর্মীর চাকরি নামে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারীসহ ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি দল। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪। এর আগে গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল সাভারের গেন্ডায় বন্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের অফিস থেকে ২টি কম্পিউটার, নিরাপত্তাকর্মীর ইউনিফর্ম, অঙ্গীকার নামাসহ ভর্তির অসংখ্য আবেদন ফরম জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, কুড়িগ্রাম জেলা মোছা; সাহের বানু (৩২) ও মো. সুমন বাবু,  জামালপুর জেলার মো. খাইরুল ইসলাম (৫০), বরিশাল জেলার মো. রবিউল ইসলাম রবি (২২) ও চুয়াডাঙ্গা জেলার মো. হিরন পারভেজ (২১)।র‌্যাব -৪ এর মিডিয়া অফিসার ও এএসপি মো. মাজহারুল ইসলাম জানান, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত সাভারে বন্যা সিকিউরিটি সার্ভিস (প্রাঃ) লিঃ নামে অফিস খুলে বিজ্ঞাপন দিয়ে সাধারন লোকজনকে আকৃষ্ট করে। পরবর্তীতে নিরীহ লোকজনদের কাছ থেকে ফরম, ইউনিফরম ক্রয় বাবদ বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিত। পরে চাকুরী না দিয়ে অসংখ্যা লোকের এ অর্থ তারা আত্মসাৎ করত। কেউ টাকা ফেরত চাইলে হুমকি সহ বিভিন্ন ভয়ভীতিও দেখাত তারা। তাদের বিরুদ্ধে এক ভুক্তভোগী বাদী হয়ে সাভার মডেল থানায় মামালা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *