গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক বিএনপির

অপরাধ তথ্যচিত্র ডেস্ক: গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এসময় তিনি বলেন, পকেটমার সরকার পকেট কাটছে জনগণের। জনগণেন কথা ভাবেনি সরকার। এখন জিনিসপথের দাম বাড়বে। সাধারণ মানুষ গরীব থেকে গরীব হচ্ছে।দারিদ্র্যের কারণে আত্মহত্যা বাড়ছে বলে উল্লেখ করে তিনি বলেন, কোথাও কোনো জবাবদিহি নাই। সম্পূর্ণ নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করেছে সরকার। এই সরকার যত থাকবে, মানুষ তত গরীব হবে।মির্জা ফখরুল বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *