কাহারোলে মুকুন্দপুর অটিজম স্কুলে জেল হত্যা দিবস পালিত
কাহারোল(দিনাজপুর)প্রতিনিধি : কাহারোলে মুকুন্দপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং জ্ঞানের ঘর পাঠাগারে উদ্দ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে।দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং জ্ঞানের ঘর পাঠাগারে উদ্দ্যোগে ৪ নভেম্বর’২১ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ নুর আলম মোঃ রেজানুল হক (পারভেজ),বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আনার কলি ফরিদা বানু,শিক্ষক মোঃ আমিনুল ইসলাম,মোঃ শামীদুল ইসলাম,সাংবাদিক মোঃ আব্দুল জলিল শাহ্,মোঃ ইব্রাহীম খলিল (সোহাগ)সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ বক্তৃতা করেন । আলোচনা শেষে জাতীয় চার নেতার রুহের আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ।